পবিত্র রমজানে রাজনৈতিক দলগুলোর মাঠের কর্মসূচি বন্ধ থাকলেও দেশব্যপি চলে ইফতার রাজনীতি। ইফতার মাহফিলের মাধ্যমে কেন্দ্রীয় নেত্রীবৃন্দ তৃণমূল কর্মী ও সাধারণ জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের চেস্টা করেন।
সারাদেশের ন্যয় বুধবার লক্ষীপুরের রামগন্জ উপজেলার ১ন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির পাশাপাশি জেলা-উপজেলার নেত্রীবৃন্দ অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়ের যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে নেত্রীবৃন্দ বলেন, সামনের পথ স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন করতে হবে। তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।’
প্রধান অথিতির বক্তব্যে হারুন অর রশিদ সদ্যপ্রয়াত সাবেক ২ বারের নির্বাচিত সাংসদ নাজিম উদ্দীন আহমেদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগনকে শুভেচ্ছা জানান এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ নুর নবী আগামী দিনে সবাইকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল খায়ের পাটোয়ারি, মিজানুর রহমান মিরন ও রামগন্জ মডেল কলেজের প্রফেসর হারুন অর রশিদ।