এবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কয়েকজন দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ আল-আমিন হাওলাদারে হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
মোঃ আল -আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
তাঁর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তাঁর লেখাপড়ার অনিশ্চয়তা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খবর পেয়ে আল আমিনের ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রী সহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম ৮ সেপ্টেম্বর তারেক রহমানের পক্ষে বই-খাতা, কন্কাল, এপ্রোন সহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন।
এসময় মোঃ আল-আমিন হাওলাদার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাঃ আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাব এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মাহমুদুর রহমান নোমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।