বিশ্ব দেখলো হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প/ বাংলার আকাশে লিখে দিলো সে আকাশ জয়ের গল্প/ এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’ এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন বিশ্বকে।
অধম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করেছেন মানিকগন্জের শিবালয় উপজেলার ষাটঘর এলাকার তরুন জুলহাস। নিজের হাতে তৈরি প্লেনে আকাশে উড়ছেন তিনি। এযেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত। চার বছর নিরলস গবেষণা আর পরিশ্রমের পর বাস্তবে রুপ দেন নিজের স্বপ্নকে।
নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে খরচ হয়েছে কয়েক লাখ টাকা। জুলহাস জানান আর্থিক ও সরকারের সহযোগীতা পেলে আরও বড় আকারে তৈরি করতে পারবেন প্রশিক্ষন বিমান এমনকি যাত্রীবাহি বিমান তৈরিও সম্ভব।
জুলহাসের প্রতিভাকে সম্মান জানিয়ে তার সহযোগিতায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক *জনাব তারেক রহমান*।
আজ বুধবার সকালে (ফেব্রুয়ারি ০৫, ২০২৫) মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমনসহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত তারেক রহমান তার এই উদ্যমী ও প্রশংসনীয় কাজের ভুয়ূসী প্রশংসা করেছেন।
সাংবাদিক আতিকুর রহমান রুমন জানান, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।”
এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজ তারেক রহমানের পক্ষ থেকে জুলহাসকে কিছু অর্থিক সহযোগিতা করা হয়েছে।