চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে। গতকাল থেকে সৌদিতে শাবান মাস শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন।
রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রাসূল সাঃ এর সুন্নত, যা রাতের তাহাজ্জুদ নামাজের সমতুল্য। তবে, তাহাজ্জুদ গভীর রাতে একাকী আদায় করাই উত্তম। নবী মুহাম্মদ (সা.) তাহাজ্জুদের নির্ধারিত সময়ের আগেই তারাবির নামাজ জামাতে আদায় করতেন এবং সাহাবিদেরও তা আদায়ের জন্য উৎসাহিত করতেন।
বিশ্বের বিভিন্ন মসজিদের মতো মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতেও রমজান মাসে বিশেষ তারাবি নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া, বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এ নামাজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।
রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, যার ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের ঢল নামে। এ সময়ে তারাবির নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ ও যোগ্য ইমামদের নির্বাচন করা হয়।
আসন্ন মাহে রমযানে মক্কার মসজিদুল হারামে তারাবির নামাজে নেতৃত্ব দেবেন সাতজন ইমাম। তারা হলেন—
শেখ আব্দুর রহমান আস সুদাইস
শেখ মাহের আল মুয়াইকলি
শেখ আব্দুল্লাহ জুহানি
শেখ বান্দার বালিলাহ
শেখ ইয়াসির দাওসারি
শেখ বদর আল তুর্কি
শেখ ওয়ালিদ আল শামসান