মাত্র সাত মাসে হাফেজ; সাত বছর বয়সী চট্টগ্রামের মোছা. জান্নাতুল মাওয়া মাইদা মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে । সে নগরীর অক্সিজেন এলাকার পাঠানপুর মুহিউস সুন্নাহ ইসলামিক মাদরাসার বালিকা শাখার শিক্ষার্থী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাদরাসাটির শিক্ষক হাফেজ মাওলানা সাআদ সাদেক এ তথ্য জানান।

মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মহিউদ্দিন বলেন, সাধারণত কোরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে সাত বছর বয়সী জান্নাতুল মাওয়া মাইদা মাত্র সাত মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্বিনি ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দেন।

মাইদার বাবা হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মাইদা খুবই অল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও মাইদার শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জান্নাতুল মাওয়া মাইদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

তার বাবার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং মায়ের নাম শাফলী আক্তার।

আরও পড়ুনঃ ছয় মাসেই কুরআনের হাফেজ হলো ৯ বছরের মোহাম্মদ

Share.

Comments are closed.